ইট-কাঠ আর পাথুরে ঘেরা শহুরে সভ্যতায় একখন্ড সবুজ ধরে রাখার ক্ষুদ্র প্রয়াসই হল ছাদবাগান।
মেগা সিটিতে ঢাকায় চাষযোগ্য জমির অপ্রতুলা থাকায়, সম্ভাব্য চাষযোগ্য জায়গায় যেমন- ছাদ, বারান্দা, অফিস, আদালত, স্কুলের প্রাঙ্গনে ছাদবাগান করার মাধ্যমে নগরকৃষি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ফলে একদিকে সবুজায়ণ যেমন হচ্ছে অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এছাড়াও শহরাঞ্চলে AIP ও উদ্যোক্তা তৈরীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS